বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোপালগঞ্জে এলজিইডির বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর 

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জে এলজিইডির বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর 

গোপালগঞ্জ জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের কর্ম পরিকল্পনা নিয়ে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলা প্রকৌশলীদের সাথে চুক্তি স্বাক্ষর সম্পাদন করেছে নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক। গত শনিবার এ চুক্তি স্বাক্ষর হয়।

আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. এস. এম. জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল আহমেদ, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মো. মোরশেদুল হাসান এবং মুকসুদপুর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ্-আল-রাশেদী। 

এ সময়ে নির্বাহী প্রকৌশলী বার্ষিক পরিকল্পনা ও চুক্তি মোতাবেক কাজ শুরু ও শেষ করতে অনুরোধ করেন। সেই সাথে কাজের গুণগতমান শতভাগ রক্ষা করতে বিশেষ ভাবে অনুরোধ করেন।

টিএইচ